Breaking News

শিক্ষকদের পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষা উপদেষ্টার কঠোর বার্তা

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা বন্ধের সিদ্ধান্তকে সরকারি আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি সতর্ক করে বলেন, যারা এ ধরনের সিদ্ধান্তে অনড় থাকবেন, তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণবিধি লঙ্ঘনের শামিল। সরকারি আচরণ বিধি লঙ্ঘনের জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে। সরকার এখানে দৃঢ় অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন, বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে যে অনিয়ম দেখা যাচ্ছে—কোথাও পরীক্ষা হয়েছে, কোথাও হয়নি—এটি অত্যন্ত অনভিপ্রেত। পরীক্ষায় কোনো আপস হবে না জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের ও অভিভাবকদের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে। তাই পরীক্ষা অবশ্যই নিতে হবে।”

অধ্যাপক আবরার জানান, সোমবার সন্ধ্যায় দেশের সব জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকেরা পরীক্ষা দিতে আগ্রহী; তবে শিক্ষকদের একটি অংশ পরীক্ষায় অনীহা দেখাচ্ছেন।

তিনি সতর্ক করে বলেন, “শিক্ষকরা আগামীকাল থেকেই তাদের বিদ্যালয়ে পরীক্ষা নেবেন। অন্যথায় তারা শাস্তির মুখোমুখি হবেন।”

About Admin

Check Also

স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বির ৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *