Breaking News

বাবার মতো ধানের শীষের বিপক্ষে আমাকেও স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে: রুমিন ফারহানা

বাবার পথধরে ধানের শীষের বিপক্ষে আমাকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা ভাষা সৈনিক অলি আহাত ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকেও স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে।’

রুমিন আরও বলেন, ‘আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া চাই। আমার এই উপজেলার মানুষের যে ভালোবাসা আস্থা, বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।’

রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি মানুষ ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবে এবং সরাইল আশুগঞ্জ নিয়ে আমাদের যে পরিকল্পনা আমরা সেটা বাস্তবায়ন করব।’

রুমিন অভিমানের সুরে বলেন, ‘বিএনপি এত বড় দল, তাদের অনেক ব্যস্ততা আমি সেটা বুঝি। দলের ৩০০ আসনে প্রার্থী আছে, জোটের সঙ্গে আলোচনা আছে। তাদের এখন অনেক কর্মব্যস্ততা। আমাদেরও অনেক কর্মব্যস্ততা। আমারও দুটি উপজেলায় মানুষের প্রার্থী হিসেবে জিততে হবে।’

তিনি বলেন, ‘আমার এই উপজেলার মানুষের যে ভালোবাসা আস্থা, বিশ্বাস আমার প্রতি রেখেছেন; আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।’

অপরদিকে খেজুরগাছ প্রতীকের পক্ষে কওমি মাদ্রাসা ভিত্তিক প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব বিএনপি জোটের পক্ষ থেকে সরাইল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দেন।

তিনি বলেন, বিএনপি সব নেতাকর্মী আমার সঙ্গে রয়েছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা রিটানিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা আখাউড়া) আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি জোট প্রার্থী গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিসহ অন্যান্য দলের প্রার্থীরা।

About Admin

Check Also

দুঃসংবাদের পর বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল

নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *