যাদের ঠিক মত বাথরুম হয় না বাঁচতে হলে জেনে রাখুন
স্বাভাবিকভাবেই সামনে এগোয়—যেমনটা হওয়া উচিত।
ডান পাশে: অ্যাডভান্সড কোলোরেক্টাল ক্যান্সার।
কোলনের দেয়ালজুড়ে নীরবে টিউমার বাড়তে থাকে, পথ সংকুচিত করে, রক্তপাত ঘটায়, মল আটকে দেয়
আর অনেক সময় কোনো উপসর্গ টের পাওয়ার আগেই ছড়িয়ে পড়ে।
এইটাই আসল বিপদ।
কোলন ক্যান্সার শুরুর দিকে সাধারণত ব্যথা দেয় না।
উপসর্গ দেখা দিলে হতে পারে—
• মলের সাথে রক্ত
• অকারণ রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) বা অতিরিক্ত ক্লান্তি
• পায়খানার অভ্যাসে পরিবর্তন
• না চাইতেই ওজন কমে যাওয়া
• দেরিতে শুরু হওয়া পেটব্যথা
স্ক্রিনিং জীবন বাঁচায়।
কলোনোস্কপি শুধু ক্যান্সার ধরেই না
ক্যান্সার হওয়ার আগেই প্রি-ক্যান্সারাস পলিপ তুলে দিয়ে ক্যান্সার হওয়াই ঠেকাতে পারে।
আপনার বয়স যদি ৪৫+, পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকে, বা কোনো উপসর্গ থাকলে—আর দেরি করবেন না।
এই পার্থক্যটা অনেক সময় বছরের ব্যবধান, দশকের নয়। প্রিয়জনকে চলুন জানাই, হই সচেতন
BN NEWS My WordPress Blog