সোনালী ব্যাংক পিএলসি বর্তমানে স্থায়ী মেয়াদী আমানতের (FDR) সর্বশেষ হারের আপডেট প্রকাশ করেছে। ২০২৪ সালের ১০ নভেম্বর অনুযায়ী, ব্যাংক তিন ধরনের মেয়াদে আমানত গ্রহণ করছে।
৩ মাস থেকে ৬ মাস: ৮.২৫%
৬ মাস থেকে ১ বছর: ৮.৫০%
১ বছর থেকে ৩ বছর: ৮.৭৫%
যদি এক লাখ টাকা তিন মাসের জন্য FDR করা হয়, তাহলে মোট প্রফিট হবে ৮,২৫০ টাকা। এটি এক বছরের হিসাব অনুযায়ী। তিন মাসের জন্য মাসিক প্রফিট হিসাব করলে দাঁড়ায় ৬৮৭ টাকা, যা তিন মাস শেষে ২,০৬২ টাকা হবে। উৎসেকর ১৫% কেটে নিলে হাতে পাবেন ১,৭৫৩ টাকা।
ছয় মাসের জন্য এক লাখ টাকার FDR করলে প্রফিট দাঁড়ায় ৮,৫০০ টাকা, যা উৎসেকর কেটে হাতে পাবেন ৩,৬১২ টাকা। এক বছর এবং তিন বছরের জন্য যথাক্রমে হাতে পাবেন ৭,৪৩৮ টাকা ও ২২,৩১৩ টাকা।
২ লাখ এবং ৩ লাখ টাকা FDR করলে প্রফিট স্বাভাবিকভাবে দ্বিগুণ বা ত্রিগুণ হয়। ব্যাংক থেকে আমানত তুলতে হলে গ্রাহককে অবশ্যই ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মনিবন্ধনের সত্যাহিত কপি এবং পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকে জমা দিতে হবে।
BN NEWS My WordPress Blog