Breaking News

নতুন ভূমিকম্প মানচিত্র প্রকাশ, যেসব অঞ্চল উচ্চ ঝুঁকিতে

সম্প্রতি বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ার পর জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারত নতুন ভূমিকম্প মানচিত্র প্রকাশ করেছে। এতে পুরো হিমালয় অঞ্চলকে প্রথমবারের মতো উচ্চ ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) কোডের তথ্য ব্যবহার করে তৈরি এই তালিকায় আগের মানচিত্রে হিমালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়নি। তবে নতুন মানচিত্র অনুযায়ী পুরো হিমালয়কে ৬ নম্বর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এতে ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য, বা “সেভেন সিস্টার্স”, সরাসরি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়েছে। এর প্রভাবেই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা—বিশেষত সিলেট, রংপুর ও ময়মনসিংহ—ভূমিকম্পের প্রভাবের দিক থেকে উদ্বেগের মধ্যে রয়েছে।

নতুন মানচিত্র থেকে আরও জানা যায়, ভারতের প্রায় ৬১ ভাগ এলাকা এখন ভূমিকম্পপ্রবণ। ইন্ডিয়ান-প্লেট এবং ইউরেশিয়ান-প্লেটের সংঘর্ষ এবং তাদের সরলাভাবে স্থানান্তর হবার কারণে ঝুঁকিপূর্ণ এলাকা বৃদ্ধি পেয়েছে। হিমালয় এলাকায় ভূগর্ভস্থ ফল্টলাইনের উপস্থিতি এই অঞ্চলে সর্বোচ্চ ঝুঁকি তৈরি করেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই নতুন মানচিত্র ভারতের নীতি-নির্ধারক ও নির্মাণ খাতকে ভূমিকম্প-প্রতিরোধী কাঠামো তৈরিতে আরও সতর্ক হতে উৎসাহিত করবে।

About Admin

Check Also

স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বির ৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *