Breaking News

দেশে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে ছোটাছুটি

দেশের অভ্যন্তরে বান্দরবান জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২ দশমিক ০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থলটি ঢাকা থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২৮৯ কিলোমিটার দূরে এবং বান্দরবান সদর থেকে প্রায় ২৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় এলাকায় স্বল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা হেলালউর রশিদ বলেন, “সন্ধ্যায় হঠাৎ করে ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কে মানুষ ঘর থেকে বের হয়ে ছোটাছুটি করে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

About Admin

Check Also

দুঃসংবাদের পর বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল

নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *