Breaking News

সাবেক প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর পেলেন বিএনপির মনোনয়ন

নাটোর-৩ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার আপন চাচা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আনোয়ারুল ইসলাম আনু জেলা বিএনপির সদস্য।

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে ৩৬টি আসনে বিএনপি মনোনিত প্রার্থীর নাম ঘোষণা করেন। সেই প্রার্থী তালিকায় নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাম প্রকাশ করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছে সিংড়া উপজেলার বিএনপির একাংশের নেতা–কর্মীরা।

বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের একাংশের অভিযোগ, আনোয়ারুল ইসলাম আনু দলের জন্য কিছুই করেননি। দলে তার কোনো অবদান নেই। বিগত ১৭ বছরে বিরোধী দলে থাকা অবস্থায় কোনো মামলা হয়নি, জেল খাটেননি। তিনি কীভাবে বিএনপির মনোনয়ন পান? আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রভাবে তার নামে কোনো মামলা হয়নি। এমন একজন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ জানান তারা।

আনোয়ারুল ইসলাম আনুকে মনোনয়নের বিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ‘সিংড়ার আনুকে ধানের শীষের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে দলীয় হাইকমান্ড থেকে। যাকে যোগ্য মনে হয়েছে তাকেই মনোনয়ন দিয়েছে। আর তার জন্য জেলা বিএনপি কাজ করবে। তাছাড়া ব্যাক্তিগত পরিচয়ে কে কার আত্মীয় এটা বিষয় নয়।’

About Admin

Check Also

স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বির ৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *