অনেকেই লক্ষ্য করেন, হঠাৎ করে কানে, নাকে কিংবা ঠোঁটের পাশে মোটা চুল গজাচ্ছে। কেউ ভাবেন, এটা হয়তো সাধারণ বিষয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি কখনও কখনও শরীরের ভেতরের হরমোনগত বা স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিতও হতে পারে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে হরমোনের ভারসাম্য পরিবর্তিত হয়, যার ফলে কানে মোটা বা
নাকের ভেতরে চুল থাকা স্বাভাবিক হলেও, বাইরের পাশে হঠাৎ চুল গজানো হরমোনের সমস্যার লক্ষণ হতে পারে। আবার নাকের চারপাশে বেশি চুল গজালে লিভারের কার্যকারিতা দুর্বল হওয়ার সংকেতও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হাতে-পায়ে অতিরিক্ত চুল গজানো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) বা থাইরয়েড সমস্যার ইঙ্গিত দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে এটি অনেক সময় স্বাভাবিক হলেও, হঠাৎ ঘন হয়ে উঠলে তা উপেক্ষা করা ঠিক নয়।
তবে সব ক্ষেত্রেই ভয় পাওয়ার কিছু নেই। যদি কানে, নাকে বা শরীরের অন্য অংশে হঠাৎ ঘন বা মোটা চুল গজায়, সঙ্গে অতিরিক্ত ঘাম, ওজন বেড়ে যাওয়া বা ব্রণের মতো সমস্যা দেখা দেয়—তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ঘন চুল দেখা দিতে পারে। এ ছাড়া ডায়াবেটিস বা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেলেও এমন ঘটনা ঘটতে পারে।
BN NEWS My WordPress Blog