Breaking News

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার জরুরি বার্তা

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জনমনে তৈরি হওয়া উদ্বেগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত বার্তায় তিনি বলেন, বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর মানুষের আশঙ্কা ও আতঙ্ককে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির সামগ্রিক মূল্যায়ন চলছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেখানে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে।

ড. ইউনূস সবাইকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান। প্রয়োজন হলে সরকারি হটলাইন ও সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সবশেষে তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

About Admin

Check Also

স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বির ৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *