পাকিস্তানের রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের ভিতরে এই খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ইমরান খানের তিন বোন অভিযোগ করেছেন, বারবার সাক্ষাতের জন্য আবেদন করলেও তাদের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টার সময় পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন তারা।
কারাগারের বাইরে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই খবর পিটিআই সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আদিয়ালা কারাগারের আশেপাশে হাজার হাজার পিটিআই নেতাকর্মী জড়ো হয়েছেন।
এই পরিস্থিতিতে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ বিবৃতি প্রদান করেছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, তারা জানিয়েছে, ইমরান খান কারাগারেই আছেন এবং তাকে অন্যত্র সরানোর কোনও তথ্য ভিত্তিহীন। কারাগারের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছেন।
ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি, সেনাবাহিনী সদর দফতরে হামলা ও রাষ্ট্রের গোপন নথি ফাঁসসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। ২০২৩ সালে একাধিক নাটকীয় পরিস্থিতির পর গ্রেপ্তার হন তিনি। আগস্ট ২০২৩ থেকে তিনি কারাগারে অবস্থান করছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেছেন, এখানে তিনি যে সুবিধা পাচ্ছেন, তা অনেক ক্ষেত্রেই পাঁচ তারকা হোটেলের থেকেও বেশি।
খাজা আসিফ বলেন, “তার জন্য যে খাবার আসে, সেটির মান পাঁচ তারকা হোটেলের চেয়ে কম নয়। তার কাছে টেলিভিশন রয়েছে এবং ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের যন্ত্রাংশও রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থা করা হয়েছে।”
BN NEWS My WordPress Blog